"আমি হয়ত মানুষ নই, মানুষগুলো অন্যরকম…"

লিখেছেন লিখেছেন রাফসান ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৯:৪৯ রাত

ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, এমন যুক্তি দিয়ে কখনো কিছু লিখতে যাইনা। বাঙালী মুসলমান কিনা!

প্রভাত ফেরীতে যাব, পহেলা বৈশাখে বান্ধবী নিয়ে ঘুরব, গভীর রাতে সখীর ভালবাসা মোবাইলে নামাব, বন্ধুবান্ধবদের সাথে নিয়ে মেয়েদের টিজ করব, ভালবাসা দিবসে ওকে নিয়ে আকাশে বাতাসে…

আবার এই আমি মৃত্যুর কথা স্মরণ হলে কুরআন পড়ব, হাদিসি কথা বলে বেড়াব, আত্মীয় স্বজন মারা গেলে মউতকে ভয় করব, শবে বরাত, শবে কদরে রাত জেগে ইবাদাত করব, আল্লাহর কাছে বেহেশত চাইব…

ট্রাডিশনাল মুসলমান হওয়াই তো ভাল, তাই না? কুরআনের সংবিধান মানতে আমি কখনোই প্রস্তুত হতে পারবনা। কি লাভ ইসলামী আন্দোলন করে? নিজের পরিবারকেই তো ইসলামিস্ট বানাতে পারলাম না, দেশকে বানাব কিভাবে? বাড়িতে গেলেই দেখি পরিবারের জোড়া জোড়া চোখ স্টার জলসার দিকে হা করে তাকিয়ে আছে। আচ্ছা আমি নিজে কি আদৌ ইসলামিস্ট হতে পেরেছি?

কয়েকদিন নিয়মিত ইসলামের নিয়মকানুন মেনে চললেই মনে হয় আমি বেহেশতের অংশ হয়ে গেছি। যারা নবী রাসূল ও সাহাবীদের জীবনী পড়েছেন তারা জানেন বেহেশত মামার বাড়ির আবদার না। কঠিন অধ্যবসায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে হয়ত আল্লাহ উপহার স্বরূপ বেহেশত দিতে পারেন।

সম্ভবত সমস্যাটি এখানেই। আমরা বেহেশত কল্পনা করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কথা চিন্তাও করিনা। এই মন হরণী সংস্কৃতি ছেড়ে ফ্যাকাসে জীবন যাপন করা তাই কখনোই আমাদের সম্ভব হয়ে ওঠেনা। বিপদে পরলে ‘আল্লাহ বাঁচাও’, বিপদ কেটে গেলে ‘শিলা মুন্নিরা কইরে’?

আমরা বাঙালী মুসলমান কিনা!

"আমি হয়ত মানুষ নই, মানুষগুলো অন্যরকম…"

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File